সুরমা টাইমস ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারেক রহমানের পাসপোর্ট নিয়ে দলটির নেতারা একেক সময় একেক কথা বলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। বিএনপিকে সত্যের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। সত্যকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই।
আজ শুক্রবার শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিতে গিয়ে এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, বিএনপির অপকৌশল, কূটকৌশল ধরা পড়ে গেছে। এখন যতই তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক, কোনো লাভ হবে না।
তিনি আর বলেন, চিকিৎসার জন্য লন্ডন গিয়ে পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় নেয়ার প্রয়োজন, সেটা কিন্তু তাদের মাথায় আসেনি।
ওবায়দুল কাদের বলেন, ভারত সফরে নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হয়েছে দেশের স্বার্থ নিয়ে, নির্বাচন নিয়ে নয়। এ দেশের কোনো কোনো দল বিদেশিদের কাছে ধরনা দেয় আর আওয়ামী লীগ দেশের স্বার্থ নিয়ে কথা বলে।