দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া আসামী জালাল উদ্দিন চৌধুরী ডনেল টাংগনী জলমহাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত তেতৈয়া গ্রামের মজনু মিয়া( ৫৪) হত্যাকান্ডের প্রধান আসামী।
শুক্রবার উপজেলার কুলঞ্জ গ্রাম থেকে জালাল উদ্দিন ডনেলকে বাদ জুম্মা তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সুনামগঞ্জ ডিবি পুলিশ।
জানা যায়, গত ১৫ই ফেব্রুয়ারি নিহত মজলু মিয়ার ছেলে হুমায়ুন মিয়া বাদী হয়ে ডনেলকে প্রধান আসামী করে দিরাই থানায় মামলা দায়ের করেন।