নিজস্ব প্রতিবেদক:: সিলেট মহানগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি কলোনী থেকে মিছির আলী (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ বুধবার (১১ই এপ্রিল) সকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন একটি কলোনির একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত মিছির আলী গোলাপগঞ্জের মশকারপুর গ্রামের সুরূপ আলীর ছেলে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে কোনো এক সময় সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তবে, কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা সম্ভব হয়নি।