নিজস্ব প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে ১৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কয়েছ আহম্মদকে (৪৮) গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত কয়েছ দক্ষিণ সুরমা পিরোজপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।
গতকাল রবিবার (১৪ই জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করে র্যাব। সোমবার (১৫ জানুয়ারি) দক্ষিণ সুরমা থানা পুলিশ মাদক ব্যবসায়ী কয়েছ আহম্মদকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।