সুরমা টাইমস ডেস্ক ::
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম (১৯)কে আটক করেছে র্যাব। র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মনিরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার ২০শে ডিসেম্বর বেলা ২টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভুনবীর চৌমহনা জ্যোতি হার্ডওয়ার এর সামনে মাদক ব্যবসায়ী জাহিদুলকে আটক করে র্যাব-৯। এ সময় তার কাছ থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিছ ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন ও ০২টি সিমকার্ড জব্ধ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত উক্ত অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহিদুল দীর্ঘদিন থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদকের চক্র গড়ে তোলে। তার এই গড়ে তোলা মাদক চক্রের মাধ্যমে দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামী জাহিদুলকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত মো. জাহিদুল ইসলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামের মো. জয়নাল মিয়ার পুত্র।