সুরমা টাইমস ডেস্ক :: মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ স্মৃতি রানি দাস হত্যায় জড়িত সন্দেহে আটক স্বামী বিধু ভূষণ দাসের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার পুলিশ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান জামানের আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৬ ডিসেম্বর দুপুরে থানা পুলিশ স্মৃতি রানি দাসের শয়নকক্ষ থেকে তাঁর গলা কাটা লাশ উদ্ধার করে। নিহত স্মৃতি উপজেলার তালিমপুর ইউনিয়নের হরিনবদি গ্রামের বিধু ভূষণ দাসের স্ত্রী।
এ ঘটনায় রাতেই নিহতের বড়ভাই অকিল বিশ্বাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরদিন ৭ ডিসেম্বর পুলিশ স্মৃতি হত্যায় জড়িত সন্দেহে স্বামী বিধু ভূষণ দাস ও প্রতিবেশি হরিবল দাসকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।