নিজস্ব প্রতিনিধি:: সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুরে একদিনের সরকারি সফরে সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান আসছেন।
তিনি আগামী রোববার (১০ই ডিসেম্বর) দুপুর ২টায় জগন্নাথপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর নুরকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন বলে প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপির একান্ত সচিব নেওয়াজ হোসেন চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে সাবেক অধ্যক্ষ আব্দুর নুরকে বিদায় অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল মিয়া জানিয়েয়ে বলেন, সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে কলেজ প্রাঙ্গণে।