নিজস্ব প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দু’দিন পর সুজাগীর আহমেদ (১০) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
গত শুক্রবার (২০শে অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার বৌলাইগঞ্জ বাজার সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন- “লাশ উদ্ধারের পর সুখাইড় রাজপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে তা নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”