নিজস্ব প্রতিনিধি:: সিলেটের জগন্নাথপুর উপজেলার দুই গ্রামে বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, কলকলিয়া বাজার এলাকা থেকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হয়।
গ্রামের রাস্তায় পৌঁছা মাত্র হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সুজাত মিয়া মারা যান। অন্যদিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের আব্দুল হেকিমের পুত্র আব্দুল আহাদ।