নিজস্ব প্রতিনিধি :: ছাতকে একই দিনে পৃথক স্থানে অজ্ঞাতনামা শিশুর গলাকাটা লাশ ও নিখোঁজ সিএনজি চালকের ভাসমান লাশ উদ্ধারের ঘটনায় পৃথক দু’টি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শনিবার রাতে সিএনজি চালক পিয়াস হত্যাকান্ডের ঘটনায় পিয়াসের পিতা প্রনয় চৌধুরী কুটু বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা(নং-১৪) দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে পিয়াস হত্যা কান্ডে জড়িত থাকার অভিযোগে স্বপন রবি দাস (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। সে সিংচাপইড় গ্রামের নানকা রবিদাসের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল রানা অভিযান চালিয়ে সিংচাপইড় বাজার থেকে তাকে গ্রেফতার করেন।
অপরদিকে শিশুর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় ছাতক থানার এসআই রাজেন্দ্র প্রসাদ দাস বাদী হয়ে রবিবার পৃথক একটি হত্যা মামলা(নং-১১) রুজু করা হয়েছে।