মোঃ আব্দুল কাইয়ুম,মৌলভীবাজার প্রতিনিধিঃ
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মৌলবীবাজারে বেসরকারীভাবে প্রথম জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন, সাবেক জেলা পরিষদ প্রশাসক,আওয়ামীলীগ সমর্তিত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুর রহমান । তিনি ৩৪২ ভোট পেয়ে (চশমা)প্রতিকে নির্বাচিত হন । তার নিকঠতম প্রতিদন্দি ও সতন্ত্র প্রার্থী কুলাউড়ার সাবেক সাংসদ এমএম শাহীন (আনারস) পেয়েছেন মোট ২৮৯ ভোট । আজ ২৮ ডিসেম্বর (মঙ্গরবার) জেলার মোট ১৫ টি ওয়ার্ডের ১৫ টি ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৯ টায় একযোগে শুরু হয় ভোট গ্রহন, চলে দুপুর ২ ঘটিকা পর্যন্ত । তবে সরেজমিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায় অনেক কেন্দ্রে নির্ধারিত সময়ের অনেক আগেই ভোট গ্রহন সম্পন্ন হতে । এদিকে এ নির্বাচনে জেলা আওয়ামীলীগের সদস্য এম,এ রহীম(সিআইপি) সতন্ত্র প্রার্থী হয়ে (মোটর সাইকেল) মোট ২৫৩ ভোট পেয়েছেন, সতন্ত্র প্রার্থী প্রবাসী আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দীন সাবুল প্রজাপতি প্রতিক নিয়ে মোট ৫৭ ভোট পেয়েছেন, সতন্ত্র প্রার্থী সুয়েল আহমেদ (তালগাছ) পেয়েছেন মোট ২ ভোট, সতন্ত্র প্রার্থী ও সাংবাদিক নেতা বকসী ইকবাল আহমদ পেয়েছেন মোট ৫ ভোট পেয়েছেন । মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬জন প্রার্থী প্রতিদন্দিতা করেন, সদস্য পদে মোট ৮৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ২২ জন প্রার্থী প্রতিদন্দিতা করেন। সর্বমোট ২১ টি পদে ১১৪ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদন্দিতা করেন । জেলার মোট ৬৭ টি ইউনিয়ন ও ৫ টি পৌরসভার মোট ভোটার ছিলেন ৯৫৬ জন ।
Loading...