ক্রীড়া প্রতিবেদক : অনেক দিন ধরেই সেভাবে ফর্মে নেই তিনি।আইপিএলে ছিলেন একেবারেই ফ্লপ। তবে দেশে ফিরেই নিজের সেই ফর্ম জানান দিচ্ছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর হয়ে আগের ম্যাচে করেছিলেন ৪৫ রান। আজ বল হাতে জাদু দেখালেন। বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১০ ওভার বল করে মাত্র ৩৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
প্রাইম ব্যাংকের ব্যাটিং ধস নামান তিনিই। প্রতিপক্ষের প্রথম তিন উইকেটই পান সাকিব।
প্রথমে ব্যাট করা প্রাইম ব্যাংকের সংগ্রহ ৯ উইকেটে ২৪০। জবাবে ব্যাট করছে আবাহনী। ইউসুফ পাঠানোর ঝড়ো ব্যাটিংয়ে জয়ের পথে রয়েছে দলটি।
Loading...