কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার মিঠামইনে ইঞ্জিনচালিত ট্রলারডুবিতে চারজন নারী আনসার সদস্য মারা গেছেন।
উপজেলার গোড়াওত্রা নদীর বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে। রোববার ভোর ৫টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- হাসনা আরা (৩৫), বিউটি (৩০), মোমেনা (৪০) ও নাবিনা (৩৫)। তাদের সবার বাড়ি জেলার নিকলী উপজেলায়।
পুলিশ জানায়, ট্রলারটিতে নির্বাচনী দায়িত্ব পালনকারী অর্ধ শতাধিক আনসার সদস্য ছিলেন। বাজার ঘাট থেকে নিকলী যাচ্ছিল ট্রলারটি। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ঘাটের কাছেই ট্রলারটি ডুবে যায়।
Loading...