নিউজ ডেস্ক :আগামী বুধবার দুই দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর। তার এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাবে।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, ঢাকায় অবস্থানকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্র সচিব। এ ছাড়া জয়শঙ্কর তার সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের কয়েকজন সিনিয়র মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।